• ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ , ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ , ১০ই জিলকদ, ১৪৪৫ হিজরি

তাজুল হত্যাকান্ড : পিচ্ছি শাকিল, সৈয়দ হাফিজ ও গুলজারসহ ১১ জনের বিরুদ্ধে মামলা

sylhetsurma.com
প্রকাশিত আগস্ট ২৩, ২০১৬

স্টাফ রিপোর্টার:::: সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য তাজুল ইসলাম (৪৫) খুনের ঘটনায় পিচ্ছি শাকিল-সৈয়দ হাফিজ ও গুলজারসহ ১১ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। নিহত তাজুলের স্ত্রী সিলেট সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর শাহানা বেগম শানু বাদী হয়ে এ মামলা দায়ের করেন। তাজুলের ভাই রফিকুল ইসলাম মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার আসামীরা হচ্ছে-কুয়ারপার এলাকার শাকিল ওরফে পিচ্ছি শাকিল, খুলিয়াপাড়ার প্রবাসী সৈয়দ হাফিজ ও  তার সহোদর সৈয়দ আজিজ, গুলজার আহমদ ও তার সহোদর রিপন আহমদ, সবুজ ওরফে টোকাই সবুজ, আল আমিন ওরফে জ্যাকলিন, কুমারপাড়ার তোফায়েল, শেখঘাটের টিপু, বিক্রম ওরফে দা বিক্রম ও  কৃষ্ণ। এছাড়া, মামলায় অজ্ঞাতনামা আরো ৩/৪ জনকে আসামী করা হয়েছে। আসামীদের মধ্যে সৈয়দ আজিজ ও গুলজার আহমদকে এ মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
শনিবার রাত সাড়ে ৯টার দিকে নগরীর খুলিয়াটুলা গরম দেওয়ান মাজারের সম্মুখে মোটর সাইকেলযোগে আসা কয়েক  দুর্বৃত্ত তাজুলকে কুপিয়ে গুরুতর আহত করে রাস্তায় ফেলে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। রাত সাড়ে ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তাজুলের স্ত্রী শানু সোমবার ভোরে ভারত থেকে ফেরার পর তার দাফন সম্পন্ন হয়। এরপর মঙ্গলবার থানায় এ মামলা দায়ের করা হলো। এর আগে ২০১৪ সালের ২৬ জানুয়ারি প্রকাশ্য দিবালোকে শানুর ছেলে মদনমোহন কলেজের একাদশ শ্রেণীর ছাত্র সোহান আহমদ খুন হয়। এছাড়া, দুর্বৃত্তদের হাতে শানুর ছেলে রায়হান ইসলামও আহত হয়।